সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ “হিউম্যানিটি ইজ মাই ফ্যামিলি” এর সদস্যরা ২৫শে ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেল লাইনের পাশে অবস্থিত বস্তিতে বসবাসরত দারিদ্র পরিবার এবং পথশিশুদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করেছেন। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড যেমন, মূমুর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান, পথশিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান, বস্ত্রহীনদের বস্ত্রদান, খাদ্যহীনদের খাদ্য দান, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাসহ বিভিন্নভাবে কাজ করে আসছে এই সংগঠনের সদস্যরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন, বাংলাদেশ মানবধিকার কমিশনার ঢাকা কলেজ শাখার সভাপতি শামীম শেখ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মিরপুর থানার সাধারণ সম্পাদক শেখ মোতালেব হোসেন, মানবাধিকার কমিশনের সদস্য খাইরুল আলম-বাশার এবং ঢাকা মহানগর দক্ষিনের সহ-সম্পাদক জাহিদ হাসান রাতুল। শাহিদুল ইসলাম সাজু।
অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন, ‘হিউম্যানিটি ইজ মাই ফ্যামিলি’র প্রতিষ্ঠাতা সদস্য ইমামুল হাসান রাবির, রেদওয়ান আহমেদ হিমেল, মো.আশিক, নাইম শেখ, নাজমুল, মুন্না,ফাহাদ, সোমা হক সোনিয়া, মুজনাবিন নির্বা,চঞ্চল রয়, আবুল হোসেন শুভ, জুবায়ের,মো.সাগর,রহমত, মো.বিজয়,মো.অয়ন,মিতু,নামিসা,অধরা ইসলাম মিম, নাইমা খান ফারিহা,মো.নাইমুল হাসান,আকাশ মোল্লা, নুজহাত তাবাচ্ছুম,রিয়াজ,ইসমাইল হোসাইন মুন্না, তোফাজ্জল হোসেন তুহিন, সংগঠনের সদস্যবৃন্দ।